পাহাড়ে চাঁদাবাজদের প্রতিহত করা হবে : বীর বাহাদুর


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০২ ডিসেম্বর ২০১৬

যেখানে চাঁদাবাজি চলবে সেখানে প্রতিহত করা হবে, পাহাড়ে চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।

শুক্রবার বিকেলে পার্বত্য জেলা পরিষদ সদস্য ফিলিপ ত্রিপুরার সভাপতিত্বে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের লেমুঝিড়ি পাড়ায় ৫০ আসন বিশিষ্ট ত্রিপুরা ছাত্রাবাস উদ্বোধনকালে প্রধান অতিথির এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমার জীবন গেলেও যাক, জীবন বিসর্জন দিতে প্রস্তুতি।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কোটি কোটি টাকা চাঁদাবাজি করলেও পাহাড়ের উন্নয়নে কি করছে?

বান্দরবানে এক কোটি টাকা ব্যয়ে নির্মিত ত্রিপুরা ছাত্রাবাস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য সা প্রু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুন উর রশিদ প্রমুখ।

সৈকত দাশ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।