দিনাজপুরে হরিজন পল্লীতে আগুন : আটক ১


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় হরিজন পল্লীতে আগুনে ১০টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক প্রায় ২০ লাখৎ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এলাকার সাবেক কমিশনার আইয়ুব আলীর ছেলে জুয়েলকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার সকালে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আবদুস সবুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার, পুলিশের ঊধ্র্বতন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১টি করে কম্বল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ কেজি চাল ও ২বান টিন বিতরণ করেছেন। এছাড়া সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি নির্মাণে আনুসাঙ্গিক সরঞ্জাম সরবরাহ করেছেন।

অপর দিকে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফসার আলী প্রত্যেক পরিবারের মাঝে ২৫কেজি করে চাল ও থালা বাসন সরবরাহ করেছেন।

এছাড়া বিএনপির পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী আসলাম প্রত্যেক পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।