ফুলবাড়ি মুক্ত দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা রোববার হানাদারমুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোভাযাত্রা ও জাতীয় পাতাকা উত্তোলন এবং আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় মুক্তিযুদ্ধের স্মৃতি পৌর শহরের ছোট যমুনা নদীর ব্রিজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরশহর প্রদক্ষিণ করে। পরে সড়ক ও জনপদ ডাকবাংলা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ডাকবাংলা চত্বরে বিজয় পতাকা ও জাতীয় পতাকা উত্তেলন করা হয়। পতাকা উত্তোলনের পর ডাকবাংলা চত্বরে আলোচনা সভা ও যুদ্ধের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর (অব.) মুক্তিযোদ্ধা এম এ কাইয়ুম খান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মহাসচিব মুক্তিযোদ্ধা পরিষোদ এম এ গফুর, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ছুটু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, মানবাধিকার কর্মি খালেদা খানম প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জন সাধারণ উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি