ধানক্ষেতে গুলিবিদ্ধ তিন যুবকের মরদেহ


প্রকাশিত: ০৪:৫০ এএম, ০৫ ডিসেম্বর ২০১৬

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ভেলাই গ্রাম রঘুনাথপুর কলাপাড়া দাখিল মাদরাসা সংলগ্ন সড়কের পাশে ধানক্ষেত থেকে মাথায় গুলিবিদ্ধ তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমাবার সকাল সাড়ে ৮টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, সাব্বির হোসেন (৩০), সোহেল (২৮) ও আব্দুল্লাহ (২৬)। তাদের বাড়ি নাটোর জেলার সদর উপজেলায়।

সংবাদ পেয়ে ফুলবাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার মো. ফয়জুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন জানান, সোমবার সকালে ৩ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতদের পরণে শার্ট ও প্যান্ট রয়েছে।

এদের মধ্যে দুই যুবকের মাথা ও কপালে এবং এক যুবকের কপালে গুলির চিহৃ রয়েছে। ঘটনাস্থল থেকে ২টি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এখনো তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রাথমীক ভাবে জানা গেছে তাদের বাড়ি নাটোর জেলার সদর উপজেলায়। পুলিশ তাদের পরিচয় এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ করছে।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।