দিনাজপুরে শৈত্যপ্রবাহের আশঙ্কা
দিনাজপুরে গত তিনদিন ধরে তামমাত্রা কমতে শুরু করেছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমে গিয়ে শৈত্যপ্রবাহ শুরুর আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।
শুক্রবার দিনাজপুরে তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের তাপমাত্রা ৯৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
দুযোর্গ ত্রাণ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আগাম প্রস্তুতি হিসেবে পাওয়া ২১ হাজার ৬৭০ পিস শীতবস্ত্র জেলা প্রশাসন ও উপজেলা কর্মকর্তারা বিতরণ শুরু করেছেন। অপর দিকে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানও শীতবস্ত্র বিতরণ করছে।
শীতে পরিস্থতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিক্তিতে ১ লাখ পিস শীতবস্ত্র ও ২৫ লাখ টাকা নগদ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে আগামী রোবাবার ফেক্সবার্তা প্রেরণ করা হতে পারে বলে দুযোর্গ ত্রাণ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ধারণা দেয়া হয়েছে। 
এদিকে শীত নিবারণে বিভিন্ন স্থানে শীতার্ত মানুষদের কুণ্ডলি পাকিয়ে খড় কাঠ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। কষ্ট বেড়ে গেছে ছিন্নমূল মানুষের।
তবে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের তত্ত্ববধায়নে পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলেও জানা গেছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। আগামী ৩ থেকে ৪ দিন দিনাজপুরে শীতের প্রবণতা আরও বাড়বে এবং তাপমাত্রা আরও নেমে আসবে। শুরু হবে মৃদু শৈত্য প্রবাহ।
এমদাদুল হক মিলন/এএম/পিআর