নওগাঁয় ধান বোঝাই ট্রাকে পেট্টলবোমা নিক্ষেপ
নওগাঁ শহরের বাইপাস সড়কের বরুনকান্দি এলাকায় একটি ধান বোঝায় ট্রাকে পেট্টলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তদের ছোড়া পেট্টলবোমায় ট্রাকের সামনের বেশ কিছু অংশ পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানায়, মহাদেবপুর উপজেলা থেকে বগুড়াগামী ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৬-৩৫০২) ধান নিয়ে যাচ্ছিলেন গোপাল মারোয়ারি নামে এক ধান-চাউল ব্যবসায়ী।
রাত সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়কের বরুনকান্দি এলাকায় পৌঁছালে রাস্তার পাশে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা একটি পেট্টলবোমা ট্রাকের সামনে নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন ধরে যায় । ট্রাকের সামনে বেশ কিছু অংশ পুড়ে যায়। এ সময় স্থানীয়রা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার কাইয়ুমুজ্জমান খান।
এসএইচএ/এআরএস/আরআইপি