পাবনায় ভেজাল মসলা কারখানার সন্ধান


প্রকাশিত: ০২:২৫ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

কাঠের গুড়া, ধানের তুষ, পঁচা মরিচ ও বিভিন্ন প্রকার রং মিশিয়ে তৈরি করা হচ্ছে মরিচের গুড়া এবং হলুদের গুড়া। এসব ভেজাল মরিচ ও হলুদের গুড়া চটকদারি ও বাহারি প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হচ্ছে।

র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই ভেজাল মসলা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে পাবনার বেড়ায়।
 
শনিবার বিকেলে পাবনা জেলার বেড়া উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে এই ভেজাল মসলা কারখানার সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক বীনা রানী দাস জানান, একটি অসাধু চক্র পাবনার বেড়ার ওই এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল মরিচ ও হলুদের গুড়া প্রস্তুত ও বাজারজাত করে আসছে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরুপ।

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিএডি মো. এনামুল হক এর নেতৃত্বে র‌্যাবের একটি দল শনিবার বিকেলে ওই কারখানায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযান দল ওই ভেজাল মসলা প্রস্তুত কারকানার মালিক মো. দেলোয়ার হোসেন (৪০) কে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান আটক দেলোয়ার হোসেনকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২ দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বেড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।

একে জামান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।