দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নিহত ১
দিনাজপুরের রাণীগঞ্জে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে গোলজার হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দিনাজপুরের সদর উপজেলার ফাজিলপুর এলাকার খোকা মিয়ার ছেলে।
আহতরা হলেন, দিনাজপুরের সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকার মৃত. খবির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ফাজিলপুর এলাকার রোস্তম আলীর ছেলে গেদা ও একই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম। তাদের প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অংশ গরম পানিতে ঝলসে গেছে।
৩ নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৩ টার দিকে গোলজার হোসেন মারা যান। আহত বাকি ৩ জনের মধ্যে আনোয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে রানীগঞ্জ বাজারের তৌহিদুল ইসলামের হাসকিং মিলে ধান সিদ্ধ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে কাজ করা ৪ জন শ্রমিক গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাদের চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গোলজার নামে একজন গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি