বড়পুকুরিয়ায় শ্রমিক ধর্মঘট স্থগিত
দিনাজপুরের বড়পুকুরিয়া খনির পূর্বঘোষিত শ্রমিক ধর্মঘট কর্মসূচি কর্তৃপক্ষের সমঝোতার আশ্বাসে আগামীকাল ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
বুধবার সকাল ১১ টার দিকে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লি. এর প্রশাসনিক কার্যালয়ের সামনে শ্রমিকরা বর্ধিত সভাকরে এ সিদ্ধান্তের কথা জানান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা সাবেক পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম ও অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দরা ।
বড়পুকুরিয়া কয়লা খনির কর্মরত শ্রমিকরা তাদের চাকরি স্থায়ী করণের দাবিতে গত ৮ ডিসেম্বর খনির প্রধান ফটকে সংবাদ সম্মেলন করে। গত ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে গতকাল ১৪ ডিসেম্বর শ্রমিক ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেয়।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি