চিকিৎসকদের আরো দায়িত্ববান হতে হবে
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসা ক্ষেত্রে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে চিকিৎসকদের আরো দায়িত্ববান হতে হবে। স্বাস্থ্য সেবার মতো মহান পেশার মর্যাদা রক্ষার দায়িত্ব চিকিৎসকদের।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের বর্ধিত ভবন নির্মাণ ও টেলিমিডিয়া সিস্টেমের ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, অরবিস ইন্টারন্যাশনাল’র বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রামার ইকবাল হোসেন, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ডা, মোসাদ্দেকুল ইজদানী ও সহ-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু।
ফলক উম্মেচন শেষে পররাষ্ট্রমন্ত্রী চক্ষু হাসপাতালের শিশুদের বহির্বিভাগ ও আন্তবিভাগ, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন ওয়ার্ড ও চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করে।
এমদাদুল হক মিলন/এএম