দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে লিয়াকত আলী (৩৮) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত লিয়াকস আলী উপজেলা দৌলতপুর ইউনিয়নের হড়হড়িয়া পাড়ার মো. মছির উদ্দিনের ছেলে।
আহতরা হলেন, একউ গ্রামের নিহত লিয়াকতের বড়ভাই মহসিন আলী (৪৭), মহসিন আলীর ছেলে রওশন আরী (২৫) ও নিহত লিয়াকতের চাচা মতিয়ার রহমান (৪৯)। আহতরা সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হড়হড়িয়া পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটি। এ ঘটনায় শনিবার, নিহতের চাচাত ভাই ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ বাদী হয়ে ফুলবাড়ী থানায় হত্যা মামলা করেছেন।
এমদাদুল হক মিলন/এএম/পিআর