মিউনিসিপ্যাল হাই স্কুলের ১৬০ বছর পূর্তি উদযাপন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) ১৬০ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব ২০১৬ পালিত হয়েছে।
এসব আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, ফলক উন্মোচন, বেলুন উড়ানো, র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, ১৬০ বছর পূর্তি ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
পরে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
১৬০ বছর পূর্তি উপলক্ষে তৈরি গেঞ্জি, টুপি পরিহিত অতিথিবৃন্দ ও স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী র্যালিতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ১৬০ বছরপূর্তি উপলক্ষে এক বিশাল আকৃতির কেক কাটেন।
পরে স্কুল প্রাঙ্গণে নির্মিত বিশাল প্যান্ডেলের নিচে স্থাপিত মঞ্চে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা অতিতের স্মতিচারণ করেন। তারা দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে পুরাতন বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরোনো দিনের স্মৃতির কথা বন্ধুদের সামনে তুলে ধরেন। একে অপরের খোঁজখবর নেন।
দুপুরে মধ্যহ্ন ভোজের বিরতির পর স্কুলের সাবেক ছাত্রছাত্রীরা নাচ, গান, কৌতুক, কবিতা, গল্পসহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় আলোচনা সভা ও সমম্মননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বিশেষ অতিথি স্কুলের প্রাক্তন ছাত্র ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, স্কুলের প্রাক্তন ছাত্র ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের (হাবিপ্রবি) সাবেক ভিসি অধ্যাপক মো. রুহুল আমিন, স্কুলের প্রধান শিক্ষক মো. সমসের আলী প্রমুখ।
এমদাদুল হক মিলন/এএম/পিআর