লাখো মুসল্লির আমিন ধ্বনিতে শেষ হলো সিরাজগঞ্জের ইজতেমা
আখেরি মোনাজাতে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে শেষ হলো সিরাজগঞ্জের আঞ্চলিক ইজতেমা। রোববার বেলা সাড়ে ১১টায় ইজতেমার মোনাজাত শুরু হয়। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাতে বিশ্বের সব মানুষের শান্তি কামনা করা হয়।
সিরাজগঞ্জ পৌর এলাকার যমুনা নদীর চায়না বাঁধ এলাকায় তাবলিগ জামাতের উদ্যোগে এ ইজতেমার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক মুসল্লির স্বেচ্ছাশ্রমের বিনিময়ে ইজতেমার স্থল প্রস্তুত করা হয়। ইজতেমায় এক লাখের বেশি মুসল্লির অজু, গোসলখানা, টয়লেট নির্মাণ করা হয়।
যমুনা নদীর পূর্ব পাড়ে চায়না বাঁধের দক্ষিণে প্রায় ১৩ লাখ বর্গফুট জায়গার ওপর শুক্রবার জুমার নামাজ শেষে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া চায়না বাঁধ এলাকায় চারদিকে নদীবেষ্টিত বিশাল মাঠে তিন দিনব্যাপী ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। জুমার নামাজ পড়েই বয়ান শুরু করেন দেশ-বিদেশের খ্যাতনামা আলেম-ওলামাগণ।

রোববার বেলা সাড়ে ১১টায় ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে লাখো লাখো মুসল্লি উপস্থিত হয় ইজতেমা মাঠসহ আশপাশ এলাকায়।
জেলার ৯টি উপজেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকেও মুসল্লিরা ইজতেমা মাঠে যে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসেই মোনাজাতে অংশ নিয়েছেন। তবে মোনাজাতে বিপুল পরিমাণ নারী মুসল্লিদের উপস্থিতি লক্ষ করা গেছে। এ সময় মুসলিদের ‘আমিন, আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের বিভিন্ন স্থান মুখরিত হয়ে উঠে।
প্রায় ২০ মিনিটের আখেরি মোনাজাতে অংশ নেয় সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের জেলার মুসল্লিরা। লাখো লাখো মুসল্লির পাশাপাশি মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের আমির জুবায়ের আহমেদ।
ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের ৪৩ জন তাবলীগের সাথী ও মাওলানাগণ উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নাতের কথা আলোচনা করেন।
সিরাজগঞ্জে প্রথমবারের মতো জেলাভিত্তিক ইজতেমা শুরু হয়। পুরো ইজতেমা মাঠ নিরাপত্তা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল বলে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানিয়েছেন।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান জানান, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তার জন্য ৬০০ পোশাকধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকধারী পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এএম