সিরাজগঞ্জ যুবদলের সহ-সভাপতি কারাগারে


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬

নাশকতার মামলায় গ্রেফতার সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি জুলফিকার হোসেন টিটোকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতার জুলফিকার হোসেন টিটো সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার তোতা মিয়ার ছেলে।

সোমবার ভোর রাতে পুলিশ ধানবান্ধি মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

পরে আদালতের বিচারক মো. মোরশেদ আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সিরাজগঞ্জ সদর থানার রেজিস্ট্রার এএসআই মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবদল নেতা টিটোকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট ও সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।