কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত: ০৭:২০ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

পাবনার ঈশ্বরদীতে পারিবারিক কলহের জেরে কীটনাশক পানে মবি খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন । সোমবার গভীর রাতে উপজেলার পাকশী বাবুপাড়া রেলকলোনীতে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী আব্দুর রাজ্জাক ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক।

স্থানীয়রা জানান, রাতে মবি খাতুন কীটনাশক পান করলে অসুস্থ অবস্থায় তাকে ঈশ্বরদী হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। স্বামী রাজ্জাক তাকে প্রায়ই মারধর করতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

ঈশ্বরদী থানা পুলিশের এএসআই ইমতিয়াজ আলম তালুকদার জানান, ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।