সিরাজগঞ্জে সওজ’র নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল ঠিকাদারদের হাতে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় অফিস চত্বরে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ঠিকাদাদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে বকেয়া বিলের দাবিতে কয়েকজন ঠিকাদার সড়ক ও জনপথ অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করেন। এ সময় নির্বাহী প্রকৌশলী ঠিকাদারদের কক্ষ থেকে বের হয়ে যেতে বললে ঠিকাদারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করেন ঠিকাদাররা।

সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ঠিকাদার আব্দুস সালাম বলেন, রোজার ঈদের আগে সড়ক ও জনপথ অফিসের বাউন্ডারি ওয়াল ও ড্রেন নির্মাণ কাজ শেষ করা হয়। কাজের বিল উত্তোলনের জন্য নির্বাহী প্রকৌশলীর বরাবর একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু তিনিসহ ক্যাশিয়ার আবুল কালাম আজাদ এ বিষয়ে কোনো কথা বলতেই রাজি হননি। উল্টো তারা ঠিকাদারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। মঙ্গলবার দুপুরে পুনরায় বিল উত্তোলনের জন্য নির্বাহী প্রকৌশলীর কাছে গেলে তিনি আমাদের তার কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় ঠিকাদাররা ক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ঠিকাদাররা যে অভিযোগ করেছে তা সত্য নয়। অর্থ বরাদ্দ না থাকায় তাদের বিল পরিশোধ করা হয়নি। অর্থ বরাদ্দ পাওয়ার পর তাদের বকেয়া বিল পরিশোধ করা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।