ডাস্টবিনে ফেলে দেয়া নবজাতককে বাঁচালো পুলিশ
দিনাজপুরে ডাস্টবিনে ফেলে দেয়া এক নবজাতককে উদ্ধার করে পৃথিবীর আলো দেখালেন পুলিশ সদস্যরা। চিকিৎসক ও নার্সদের নিবীর পরিচর্যায় ওই নবজাতক এখন সুস্থ। শিশুটির দায়িত্ব নিতে নিঃসন্তান অনেক নারী পুলিশের কাছে আবেদন করেছেন।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর মধ্যরাতে শহরের পাটুয়াপড়া এলাকায় একটি আবর্জনাময় জঙ্গলে বালুচাপা দেয়া ছিল শিশুটি। শিশুর কান্না শুনে স্থানীয় কয়েকজন পুলিশে খবর দিলে পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে শিশুটিকে আনার পর থেকে ২৪ ঘণ্টা নিজ সন্তানের মতই দেখভাল করেন হাসপাতালের সুপারভাইজার (নার্স) সাবিনা ইয়াসমিন।
দিমেক হাসপাতালের শিশু চিকিৎসক ডা. হালিমা সরকার জানান, সদ্য জন্ম নেয়া শিশুটির নাড়ি হাসপাতালেই কাটা হয়েছে। শিশুটিকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তারপরও দ্রুত সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করায় শিশুটি এখন সুস্থ হয়ে উঠেছে।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম জানান, শিশুটির দায়িত্ব গ্রহণ করতে অনেক নারী তাদের কাছে আবেদন করেছেন। যাচাই-বাছাই করে শিশুটিকে কার কাছে দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি