জুতার ভেতর মিললো ৪টি স্বর্ণের বার


প্রকাশিত: ১০:৪৫ এএম, ২১ ডিসেম্বর ২০১৬

জুতার ভেতর করে ৪০ ভরি ওজনের চারটি স্বর্ণের বার পাচারকালে গোলাম রব্বানী (২৬) নামের এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার সকাল ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড় চড়া বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ।

২০-ব্যাটালিয়নের বাসুদেবপুর ক্যাম্পের কমান্ডার জানান, সকাল ১১টার দিকে রব্বানী বিরামপুর থেকে মটরসাইকেলযোগে হিলি সীমান্তের দিকে যাচ্ছিল।

এ সময় তিনি বড়চড়া বিজিবি চেকপেস্টের কাছে আসলে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। পরে তার জুতার ভেতর থেকে ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

এ ব্যাপারে তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করা হবে বলে জানায় বিজিবি। ২০-ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার সতত্যা স্বীকার করেন।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।