ভোটারদের ভূরিভোজ করালেন আ.লীগ নেতা


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে ভোটারদের ভূরিভোজ করানোর অভিযোগ উঠেছে।

৩ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান বাবলু এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া উচ্চ বিদ্যালয়ে ভোটারদের ভূরিভোজের আয়োজন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী আসাদুর রহমান দুলু।

ওইদিন সন্ধ্যার পর তিনি শাজাহানপুর উপজেলার মাঝিড়া উচ্চ বিদ্যালয়ে শাজাহানপুর উপজেলা পরিষদ ও ৯ ওয়ার্ডের জনপ্রতিনিধি ভোটারদের দাওয়াত করে ভাত ও খাসির গোশত দিয়ে আলু ঘাঁটি খাইয়েছেন। এ ঘটনায় অন্য প্রার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বগুড়ার সহকারী রিটার্নিং অফিসার আছিয়া খাতুন জানান, এখন কোনো প্রার্থী ভোটারদের আপ্যায়ন করালে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তবে এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সদস্য প্রার্থী আসাদুর রহমান দুলু বলেন, ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বররা এ খাবার আয়োজন করেছিলেন। এ আয়োজনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু দাওয়াতে অংশ নিয়েছি।

লিমন বাসার/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।