বাল্যবিয়ের আয়োজন করায় স্কুলছাত্রীর আত্মহত্যা
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের সাপমারা ঝিরি এলাকায় বাল্যবিয়ের আয়োজন করায় ইয়াছমিন নামে সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রী আাত্মহত্যা করেছে।
শনিবার বিকেলে ঘরের ছাদের বিমের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ইয়াছমিন আক্তার আত্মহত্যা করেছে বলে জানান লামা থানা পুলিশের পরিদর্শক জাহেদ নুর।
ইয়াছমিন লামা ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাদরাসার ছাত্রীর মা শফিকা বেগম(৩৯) জানিয়েছেন, তিন ভাই বোনের মধ্যে ইয়াছমিন দ্বিতীয় সন্তান।
তিনি আরও জানান, শুক্রবার সকালে লামা পৌরসভার টিটিঅ্যান্ডডিসি এলাকার আমির হোসেনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে বিবাহ দেয়ার জন্য প্রস্তাব নিয়ে তিনজন তাদের বাসায় যায়। ইয়াছমিন আক্তার বিয়ের প্রস্তাবের বিষয়টি শুনে প্রতিবাদ করে। এক পর্যায়ে শনিবার বিকেলে কক্ষ বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সৈকত দাশ/এএম/আরআইপি