কামারখন্দে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


প্রকাশিত: ০৭:২০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

ঢাকা-রাজশাহী রেলপথে সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
 
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামতৈল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
 
সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক ইলিয়াস আলী এ তথ্য নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা ওই যুবক কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশনের সড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটিতে কাটা পড়ে সে।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।