মাধ্যমিকের এক হাজার বই চুরি


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শিক্ষা অফিসের গোডাউন থেকে মাদরাসা শিক্ষাবোর্ডের এক হাজার নতুন বই চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এই চুরির ঘটনা ঘটে।

বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিতরণের জন্য উপজেলা শিক্ষা অফিসের পাশের একটি গোডাউনে নতুন বইগুলো রাখা হয়েছিল।

রোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের জন্য গোডাউন খুললে এর একটি জানালা ভাঙা দেখা যায়। পরে সন্দেহ হলে বই গণনা করে মাদরাসা শিক্ষাবোর্ডের ৮ম ও ৯ম শ্রেণির এক হাজার বই কম পাওয়া যায়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল হাসান, ধারণা করা হচ্ছে গোডাউনের জানালা ভেঙে দুর্বৃত্তরা ওই বই চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।