পাবনায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চুন্নু


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৬

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় পাবনা জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক আওয়ামী লীগ নেতা এম. সাইদুল হক চুন্নু।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

এখন চেয়ারম্যান পদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন। এরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. কামিল হোসেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ভূমিমন্ত্রীর মেয়ে মেহজাবিন শিরিন পিয়া।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে এম. সাইদুল হক চুন্নু জানান, তিনি দীর্ঘদিন ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সেবক হিসেবে পাবনার রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ৫ বছর তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে পালন করেছেন। পাবনা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব প্রদান করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এবার নির্বাচনী মাঠে নেমে কেউ কেউ অনৈতিক খেলায় মেতেছেন। তার স্বচ্ছ রাজনৈতিক জীবনে কখনো তিনি নিজেকে এ ধরনের অনৈতিক কাজে জড়াননি। তাই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এ ব্যাপারে পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এখন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে তার নাম এবং তালগাছ প্রতীক থাকবে।

একে জামান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।