শিবগঞ্জে নিজ সেলুনের ক্ষুর দিয়ে নরসুন্দরকে হত্যা


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৬

বগুড়ার শিবগঞ্জে ক্ষুর দিয়ে শাহীন মিয়া (২৭) নামে এক নরসুন্দরকে (নাপিত) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, শিবগঞ্জের জিগাতলা শ্যামপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শাহীন মিয়া মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের পশ্চিম পাশে নাপিতের কাজ করতেন। সন্ধ্যায় তিনি সেলুনে বসেছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে ২/৩ জন দুর্বৃত্ত সেখানে আসে। বাকবিতণ্ডার এক পর্যায়ে সেলুন থেকে ক্ষুর নিয়ে শাহীনের গলার ডান পাশে আঘাত করে পালিয়ে যায় তারা।
 
ঘটনাস্থলেই শাহীনের মৃত্যু হয়। ঘটনার পরপরই আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
এ ব্যাপারে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।  

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।