বগুড়ায় পুলিশ-সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধ’ : গ্রেফতার ১
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান শিলাদেবীর ঘাটে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় সেলুন শ্রমিক শাহিন মিয়া হত্যা মামলার আসামি বিশাল (২৩) গ্রেফতার হয়েছেন। তার কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
বিশাল মহাস্থান নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হওয়া সন্ত্রাসী বিশালকে পুলিশি পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোররাতে বিশালের নেতৃত্বে ৩-৪ জন সন্ত্রাসী শিলাদেবীর ঘাট এলাকায় অবস্থান নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন খবর পেয়ে সেখানে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশ সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসী বিশাল গুলিবিদ্ধ হয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় বিশালকে গ্রেফতার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মহাস্থান ডিগ্রি কলেজের সামনে সেলুন শ্রমিক শাহিন মিয়াকে হত্যা করা হয়। সন্ত্রাসী বিশাল এ হত্যাকাণ্ডের মূল হোতা। হত্যা মামলা ছাড়াও বিশালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলেও পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।
এফএ/এমএস