বগুড়ায় যুবলীগের অবরোধে ভয়াবহ যানজট


প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬

জেলার বিভিন্ন এলাকায় জুয়া, হাউজি, লটারি, অশ্লীল নৃত্যসহ মাদকের আসর বন্ধের দাবিতে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় যুবলীগের অবরোধ কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ।

এ কারণে পুরো শহরে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টাব্যাপী এ অবরোধ চললেও যানজটের ধকল থাকে প্রায় সারাদিন ধরে। এতে করে শহরের অলিগলি সবখানে যানজটে নাকাল হতে হয় শহরবাসীকে।

সাধারণ মানুষ যুবলীগের দাবির সঙ্গে একমত পোষণ করলেও ভবিষ্যতে শহরের প্রাণকেন্দ্রে অবরোধ সৃষ্টির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি না করার অনুরোধ জানান।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হয়। জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে সাতমাথায় অনুষ্ঠিত সমাবেশে বগুড়ার বিভিন্ন যুব সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

বক্তারা অবিলম্বে জুয়া হাউজি, লটারি বন্ধ করার পাশাপাশি বগুড়ার নওদাপাড়ায় টিএমএসএস’র বিজয় মেলা, কাহালুর পাইকড় ইউপির পশ্চিম ভুগইল, শিবগঞ্জের কিচক, ভায়েরপুকুর, মাঝিহট্ট ইউপির ছাতুয়ার ল্যালপাগাড়ী, গাবতলী উপজেলার সোনারায়, গোলাবাড়ী, শেরপুরের সীমান্ত এলাকা রানীরহাট, রাজারদিঘির জুয়ার আসর অবিলম্বে বন্ধে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ বগুড়া জেলা সভাপতি মাছুদার রহমান হেলাল, ওয়াকার্স পার্টির সভাপতি অ্যাড. আব্দুর রাজ্জাক, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, বঙ্গবন্ধু ব্যাংকার্স পরিষদ সভাপতি একেএম আব্দুল হান্নান প্রমুখ।

সমাবেশে বগুড়ার পুলিশ সুপারের পক্ষে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, সবার সার্বিক সহযোগিতায় জুয়া হাউজি মাদক বন্ধ করা হবে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

লিমন বাসার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।