দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত


প্রকাশিত: ১০:৩২ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় দুটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪০) নামে এক চালক এবং তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। নিহত সহকারীর নাম-পরিচয় জানা যায়নি।

নিহত চালক দেলোয়ার হোসেন বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী পাইপবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-০১৪৫) ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতগামী সিমেন্টের খুঁটিবোঝাই (বগুড়া-ড-১১-১৩৭৮) অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিমেন্টের খুঁটিবোঝাই ট্রাকের চালক দেলোয়ার হোসেন নিহত হন। আহত হেলপারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হলে সেখানে তিনিও মারা যান।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করেছে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।