দিনাজপুর বোর্ডের ৬ স্কুলে কেউ পাস করেনি


প্রকাশিত: ০৯:২২ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

এবারের জেএসসি পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

প্রতিষ্ঠানগুলো হলো, নীলফামারী জেলার সদর উপজেলার ভাঙ্গামালি জুনিয়র হাইস্কুল, দিনাজপুর জেলার খানসামা উপজেলার মারগাও আদর্শ জুনিয়র স্কুল, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল নন্দর জুনিয়র স্কুল, পঞ্চগড় জেলার সদর উপজেলার গলাহার কান্তমনি জুনিয়র স্কুল, দেবীগঞ্জ উপজেলার টেপেরিগঞ্জ জুনিয়র বালিকা বিদ্যালয় ও বোদা উপজেলার বামনহাট জুনিয়র গালর্স হাইস্কুল।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যে ৬টি প্রতিানেষ্ঠর কেউ পাশ করেনি সেসব বিদ্যালয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।