বগুড়া প্রেসক্লাবের নির্বাচন ৩১ জানুয়ারি


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০১ জানুয়ারি ২০১৭

আগামী ৩১ জানুয়ারি বগুড়া প্রেসক্লাবের নির্বাচন। এজন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিকেলে বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আগামী ২৭ জানুয়ারি সাধারণ সভা ও ২৯ জানুয়ারি বার্ষিক ভোজ অনুষ্ঠিত হবে।

প্রেসক্লাবের সহ-সভাপতি জিয়া শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, যুগ্ম-সম্পাদক জিএম সজল, আব্দুস সালাম বাবু, দফতর সম্পাদক শফিউল আযম কমল, নির্বাহী সদস্য মোহন আখন্দ, ঠান্ডা আজাদ, আরিফ রেহমান, আমজাদ হোসেন মিন্টু প্রমুখ।  

সভায় আগামী ৩১ জানুয়ারি বগুড়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আমজাদ হোসেন মিন্টুকে চেয়ারম্যান, জিয়া শাহীন ও আব্দুস সালাম বাবুকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।