কেবিএম কলেজের ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
দিনাজপুর কেবিএম কলেজের ছাদ থেকে পড়ে পলাশ (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুুপুর ১২টায় কেবিএম কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে।
মৃত কলেজছাত্র দিনাজপুরের খানসামা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং দিনাজপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র।
কেবিএম কলেজের শিক্ষক ফারাহ শারমিন জানান, সোমবার দুপুরে কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ছাদ থেকে হঠাৎ পড়ে যান পলাশ।
এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেবিএম কলেজের অধ্যক্ষ সরদার কুদরত-ই খোদা জানান, অজ্ঞাত ছেলেটিকে পড়ে থাকতে দেখে শিক্ষকরা হাসপাতালে নিয়ে যায়। দিনাজপুর সরকারি কলেজের ছাত্র হয়েও সে কী কারণে কেবিএম কলেজে এসেছে, সে ব্যাপারে কিছু জানাতে পারেনি অধ্যক্ষ কুদরত-ই খোদা।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার পকেটে পাওয়া মোবাইল খেকেই কল করে পরিবারের লোকজন এসে এসে নিহত ছাত্রের পরিচয় নিশ্চিত করেছেন। এটি আত্মহত্যা না হত্যা তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। তবে কেউ ধাক্কা দিয়েছে কিনা এবং সে কীভাবে সেখান থেকে পড়ে গেছে, সে ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম