লঞ্চ থেকে তরুণী নিখোঁজ


প্রকাশিত: ১০:২৪ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

ঢাকা থেকে লঞ্চযোগে পরিবারের সঙ্গে বাড়ি ফেরার পথে সেলিনা আক্তার (১৮) নামে এক তরুণী নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে।

নিখোঁজ তরুণী বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের শিউলি বেগমের মেয়ে।

স্বজনদের অভিযোগ, শিউলি বেগম তার তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে শুক্রবার রাতে রাজধানীর সদরঘাট থেকে বরিশালের গৌরনদীগামী এমভি মানসী লঞ্চে বাড়ি ফেরার পথে চাঁদপুরের কাছাকাছি এলে শিউলি বেগমের বড় মেয়ে সেলিনা আক্তার ঘুম থেকে উঠে লঞ্চের নিচ তলায় বাথরুমে যায়। কিন্তু শিউলি বেগমের ঘুম ভাঙলে তার মেয়েকে দেখতে না পেয়ে পাশের লোকজনকে বললে তারা জানান, আপনার মেয়ে হয়তো বাথরুমে গেছে।

অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেলিনা ফিরে না আসায় তার মা লঞ্চের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। সেলিনার কোনো সন্ধান না পেয়ে তার মা পাগলপ্রায়।

গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, এমভি মানসী লঞ্চের স্টাফদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সাইফ আমীন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।