আ.লীগ নেতা আহাদের মুক্তি চেয়ে ক্ষতিগ্রস্তদের আবেদন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে চালানো হামলার ঘটনায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা শেখ আবদুল আহাদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। সোমবার বিকেলে আহাদের মুক্তি চেয়ে জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন নসিরনগর হামলায় ক্ষতিগ্রস্তরা।
হামলায় ক্ষতিগ্রস্ত ২০ জনের স্বাক্ষর সম্বলিত ওই লিখিত আবেদনে বলা হয়, নাসিরনগরের হামলার ঘটনার সময় সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদসহ আরও কয়েকজন আমাদের ঘর-বাড়ি ও মন্দির রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন এবং আক্রমণকারীদের দ্বারা নিজেও আহত হয়েছেন।
ঘটনার পর পুলিশ প্রশাসন, মিডিয়া, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিদর্শনকালে প্রশ্নোত্তরের মাধ্যমে সহযোগীতার কথা ব্যাখা করতে চাইলে আমরা শেখ আবদুল আহাদের অগ্রণী ভূমিকা ও সহযোগীতার বিবৃতি দিয়েছি।
আবেদনে ক্ষতিগ্রস্তরা আরও উল্লেখ করেন, শেখ আবদুল আহাদ একন সৎ ও নিষ্ঠাবান লোক, তার প্রচেষ্টায় ক্ষতিগ্রস্তরা বড় ধরনের আক্রমণ থেকে রক্ষা পান।
ক্ষতিগ্রস্তদের আবেদনের বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, পুলিশের তদন্তে আবদুল আহাদ নির্দোষ প্রমাণিত হলে তিনি অবশ্যই মুক্তি পাবেন। তবে তদন্তে যদি হামলার ঘটনায় তার সংশ্লিষ্টার প্রমাণ মিলে তাহলে অবশ্যই তাকে আইনের মুখোমুখি হতে হবে।
এর আগে নাসিরনগর হামলার ঘটনায় জড়িত সন্দেহে নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আবদুল আহাদতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর