দুস্থ শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো ছাত্রলীগ


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১০ জানুয়ারি ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় এবার দুস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগ। ছাত্রলীগের এই সহায়তা যেন দুস্থ শীতার্তদের মাঝে কিছুটা হলেও উষ্ণতা ছড়িয়েছে।

কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই সোমবার দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও জেলা সদর হাসপাতালের মেঝেতে শুয়ে থাকা দুস্থ শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

ছাত্রলীগের কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সহসভাপতি জিদনী ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ।

Bbaria

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ্ জাগো নিউজকে বলেন, অনেক সংগঠনই বা ব্যক্তি তালিকা প্রস্তুত করে টোকেনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করে থাকেন। এতে করে প্রকৃত অনেক দুস্থ মানুষ বঞ্চিত হন। তাই আমরা কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নেতাকর্মীদের নিয়ে ঘুরে-ঘুরে প্রকৃত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছি।

সমাজিক দায়বদ্ধতা থেকেই জেলা ছাত্রলীগ এবার দুস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।