আঁখিকে ফের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ


প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৫ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। আগামী বুধবার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

নাসিরনগর থনা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে আদালতে। বুধবার রিমান্ড আবেদনের শুনানি হবে।

এছাড়া ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় পুলিশের দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার রসরাজ দাসের জামিন শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

গত ৩ জানুয়ারি রসরাজের জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য থাকলেও এদিন আদালত রসরাজের উপস্থিতিতে ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।