ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
বগুড়ায় সিএনজি ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের চারমাথা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া সদরের খামারকান্দি দক্ষিণপাড়ার আব্দুস সোবহানের ছেলে এলাহী (২০) ও একই গ্রামের বুলু মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৫)।
দুর্ঘটনায় আহত শাকিল (৩০) সদরের নিশিন্দারা গ্রামের আবু জাফরের ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সিএনজি পাম্পের কর্মচারী হালিম মিয়া জানান, সিএনজি ফিলিং স্টেশনে রংয়ের কাজ করার সময় অসাবধানতা বশত ৩৩ হাজার কেভি ভোল্টের বিদ্যুতের তারে শ্রমিকদের শরীর স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
ঘটনাস্থল পরিদর্শন করা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।
এআরএ/জেআইএম