বগুড়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতির ইন্তেকাল


প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭

বগুড়া জেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি, সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান রাজাবাজারের রাজা সাহেব, শাহ আফজাল আরেফিন(আরিফ শাহ) বুধবার দুপুর ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহী.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরিফ শাহ সুদীর্ঘকাল বিভিন্ন সামাজিক ও সাংকৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। আগামী শুক্রবার বাদ আসর মরহুমের রাজধানীর ধানমন্ডিস্থ বাসবভনে কুলখানির আয়োজন করা হয়েছে। সকল শুভ্যানুধ্যায়ীকে কুলখানিতে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছে মরহুমের পরিবার।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।