সন্ত্রাসীর ঢেলে দেয়া গরম তেলে ঝলসে গেছে ইমরান
সন্ত্রাসীর ঢেলে দেয়া গরম তেলে ঝলসে গেল জিলাপি বিক্রেতা ইমরানের শরীর। ঝলসানো শরীর নিয়ে তিনি এখন বগুড়ার শহীদ জিয়া মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় গরম তেল নিক্ষেপকারী সন্ত্রাসী আমিনুরকে আটক করেছে।
ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় একটি ওয়াজ মাহফিলের পাশে জিলাপি ভেজে বিক্রি করছিল ইমরান নামের এক ব্যবসায়ী (২৮)। এসময় সেখানে জিলাপি কেনা নিয়ে ইমরানের সঙ্গে সন্ত্রাসী আমিনুরের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ক্ষিপ্ত আমিনুর জিলাপি ভাজার জন্য প্রস্তত গরম তেলের কড়াই নিজের হাতে তুলে নিয়ে ইমরানের গায়ে ঢেলে দেয়। এতে ইমরানের পুরো শরীর ঝলসে যায়। ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত ইমরানকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করে দেয়। চিকিৎসকরা জানিয়েছেন ইমরানের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে একই সময় পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় সন্ত্রাসী আমিনুরকে আটক করে। সে নিজেকে বগুড়া জেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম সম্পাদক জুলফিকার রহমান শান্তর সহযোগী বলে নিজেকে পরিচয় দেয়। তবে শান্ত জানান, আমিনুর তার দলের মিছিল মিটিং এ অংশ নিলেও তার সহযোগিদের কেউ নয়।
এলাকার লোকজন জানান, আমিনুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় ছিনতাইয়ের একাধিক ঘটনার সঙ্গে জড়িত। রাতে তাকে থানা হাজতে নিলে ছাড়িয়ে নিতে একটি মহল তদবির শুরু করে।
বগুড়া সদর থানা পুলিশের ওসি এমদাদ হোসন জানান, গায়ে গরম তেল ঢেলে দেয়ার ঘটনায় পুলিশ কোনো সন্ত্রাসীকে আটক করেছে বলে তার জানা নেই।
লিমন বাসার/ এমএএস/পিআর