একদশক পর শজিমেকে আইসিইউ’র উদ্বোধন
একদশক পর আইসিইউ সেবা চালু করতে এসে ৫০০ শয্যার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আরও শয্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এ সময় তিনি বলেন, উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ এ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে। এ কারণে হাসপাতালে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে। হাসপাতালের অবকাঠামোরও উন্নয়ন করা হবে। নার্স সঙ্কট থাকবে না। কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবাসহ বেশকিছু সেবা ইতোমধ্যেই চালু করা হয়েছে।
রোববার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের নাগালে পৌঁছে দেয়ার জন্য বর্তমান সরকার বন্ধ করে দেয়া ১৪ হাজার হেলথ কমিউনিটি পুনরায় চালু করেছে। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণে কর্মরত চিকিৎসকসহ সবার ধুমপান বন্ধ ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এখানে রোগীরা চিকিৎসা নিতে আসে। চিকিৎসকদের প্রতি অনুরোধ আপনারা মায়ের মমতা দিয়ে সেবা দিন। আমি হাসপাতালের সমস্যার সমাধান করে দেব।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক আশিষ কুমার সাহা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ একেএম আহসান হাবিব নান্নূ, বগুড়া জেলা বিএমএ’র সভাপতি মোস্তফা আলম নান্নূ, সাধারণ সম্পাদক রেজাউল আলম জুয়েল, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মজিবর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি সামির হোসেন মিশুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
২০০৬ সালের ৩১ আগস্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমের যাত্রা শুরু হয়। ৫০০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে গড়ে প্রতিদিন ৯০০ রোগী ভর্তি থাকে।
বগুড়া ছাড়াও জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা ও নাটোর জেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। বিভিন্ন বিভাগে জটিল অস্ত্রপচার কার্যক্রম চলে এখানে। অথচ এতোদিন হাসপাতালে কোনো আইসিইউ ছিল না। দীর্ঘ একদশক পর স্বাস্থ্যমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে হাসপাতালের আইসিইউ সেবা কার্যক্রম শুরু হলো।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী বগুড়া ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি নতুন সংযোজিত পেডিয়েট্রিক আই কেয়ার ইউনিট উদ্বোধন করেন।
বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, এডিসি সার্বিক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এএসপি মকবুল হোসেন।
লিমন বাসার/এএম/আরআইপি