আন্তঃনগর ধূমকেতু থেকে পিস্তুল ও গুলিসহ নারী আটক


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ২৪ মার্চ ২০১৫

রাজশাহী-ঢাকা আন্তঃনগর ট্রেন ধূমকেতু থেকে পিস্তুল ও গুলিসহ এক নারীকে আটক করেছে রাজশাহী রেলওয়ে পুলিশ। আটককৃত নারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সদরের মৃত আখতার আলীর মেয়ে আকতারা বেগম জান্নাত (৩৫)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ রাজশাহীর অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন জানান, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু আন্তঃনগর ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় লাফ দিয়ে ট্রেনে ওঠেন জান্নাত। বিষয়টি দেখে রেলওয়ে পুলিশের সন্দেহ হয়। এরপর জান্নাতকে তল্ল­াশি করে দুটি বিদেশি পিস্তুল, ৪টি ম্যাগজিন ও ৫৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জান্নাতকে রাজশাহী থেকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। তাকে আবার ফেরত আনা হচ্ছে। প্রাথমিক জিঙ্গাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জান্নাত।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।