বগুড়ায় ৩০ লাখ টাকার সিগারেট জব্দ


প্রকাশিত: ১১:৪১ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

বগুড়ায় ৩০ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরতলীর বনানী এলাকায় একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিকের নেতৃত্বে ওই অভিযানে ব্রিটিশ আমেরিকা টোব্যাকোর ডারবি ব্র্যান্ডের ১৩৩ কার্টুন সিগারেট জব্দ করা হয়।
 
পরে ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিক সাংবাদিকদের জানান, ম্যারিস ব্র্যান্ডের সিগারেট কোম্পানির কর্মচারী বাদশা আকন্দ বেআইনিভাবে ডারবি ব্র্যান্ডের সিগারেট মজুদ করে রেখেছিল। এ খবর জানার পর অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।