বগুড়ায় ৩০ লাখ টাকার সিগারেট জব্দ
বগুড়ায় ৩০ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরতলীর বনানী এলাকায় একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিকের নেতৃত্বে ওই অভিযানে ব্রিটিশ আমেরিকা টোব্যাকোর ডারবি ব্র্যান্ডের ১৩৩ কার্টুন সিগারেট জব্দ করা হয়।
পরে ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিক সাংবাদিকদের জানান, ম্যারিস ব্র্যান্ডের সিগারেট কোম্পানির কর্মচারী বাদশা আকন্দ বেআইনিভাবে ডারবি ব্র্যান্ডের সিগারেট মজুদ করে রেখেছিল। এ খবর জানার পর অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এমএএস/এমএস