কাহালুতে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি
বগুড়ার কাহালু উপজেলার পল্লীতে আওয়ামী লীগনেতাসহ তিন সংখ্যালঘুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে নগদ ১২ লাখ টাকা, ২৯ ভরি সোনার গয়না ও ১৫ ভরি রূপার অলঙ্কারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ধলাহার গ্রামের আওয়ামী লীগ নেতা ভোজন চাকী, তার সহোদর ভাই সাধন চন্দ্র চাকী ও রবীন্দ্রনাথ চাকীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ভোজন চাকী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বুধবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, সহকারী পুলিশ সুপার মাহবুব হোসেন ও কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী ঘটনার স্থল পরিদর্শন করেছেন।
বগুড়ার কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে তা ক্ষতিগ্রস্তরা লিখিতভাবে এখনও জানাতে পারেনি। তবে খুব শিগগিরই ডাকাতদের গ্রেফতার করে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হবে।
লিমন বাসার/এএম/এমএস