শিশুকে পুড়িয়ে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭

বগুড়ার বহুল আলোচিত কাহালুতে অপহরণের পর ইটভাটায় শিশু নাঈমুল ইসলাম নাঈমকে (১২) পুড়িয়ে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের এক সহযোগীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
 
বুধবার বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, কাহালু উপজেলার উলট্ট গ্রামের আব্দুল মান্নান ভাটার ছেলে জাকারিয়া (২৯) ও মোহাম্মাদ আলীর ছেলে মো. ডালিম (২৪)।

৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত হলেন, একই গ্রামের আহমেদ আলীর ছেলে আব্দুল মতিন ওরফে মতি (২৩)। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনই পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৫ এপ্রিল বগুড়ার কাহালু উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র নাঈমুর ইসলাম নাঈমকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়।

পরবর্তীতে মুক্তিপণের টাকা দিতে বিলম্ব হওয়ায় এবং আসামিদের চিনে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যার পর আব্দুল মান্নানের ইট ভাটার আগুনে পুড়িয়ে ফেলা হয়।

এ ঘটনায় নাঈমুরের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কাহালু থানায় মামলা করলে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষী প্রমাণে আসামিরা দোষী প্রমাণিত হলে এ রায় ঘোষণা করেন আদালত।

মামলা পরিচালনায় ছিলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাসিমুল করিম হলি। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তাজউদ্দিন ও লুৎফর রহমান।

লিমন বাসার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।