ওবায়দুল কাদেরের আগমনে সাজ সাজ রব


প্রকাশিত: ০২:১০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম বগুড়ায় আসছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়েছে বগুড়ার আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তার আগমনকে ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে গোটা শহরে। এজন্য মহাসড়কের পাশে পথে পথে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। এছাড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, আলতাফুন্নেছা কেলার মাঠ ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। নিজের পরিচিতি তুলে ধরে নেতারা ছবি দিয়ে ঝুলিয়েছেন একাধিক সাইনবোর্ড।

সবমিলে শুক্রবার শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠেয় কর্মিসভা সফল করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মীরাও ওবায়দুল কাদেরকে বরণ করতে প্রস্তুত।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Bogra.Pic

কর্মিসভা স্মরণীয় করে রাখতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলার দক্ষিণের সীমানা শেরপুর উপজেলার চান্দাইকোনা থেকে উত্তরের সীমানা শিবগঞ্জ উপজেলার রহবল পর্যন্ত ৭২ কিলোমিটার এলাকাজুড়ে শতাধিক শুভেচ্ছা তোরণ নির্মাণ করা হয়েছে।

এছাড়া প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার, পোস্টারে ঢেকে ফেলা হয়েছে। সেই সঙ্গে কর্মিসভা সফল করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন প্রস্তুতি সভা করেছে। এছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে পুলিশ। ওবায়দুল কাদেরের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু জানান, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বগুড়ায় আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিনি এই প্রথমবারের মতো বগুড়ায় আসছেন। তাই নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় শুভেচ্ছা তোরণ নির্মাণ করেছেন। তিনি বগুড়ায় কর্মী সমাবেশ শেষ করে রাতে থাকবেন। পরের দিন শনিবার সকালে রংপুরের উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।

তিনি আরও বলেন, কর্মসভার মাধ্যমে ওবায়দুল কাদের আগামী নির্বাচন সম্পর্কে দলীয় নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন।

এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।