ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাপায় আব্দুল মালেক (৪০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে একটি মুরগিবাহী ট্রাক বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি সাইকেল আরোহী আব্দুল মালেককে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এআরএ/এমএস