পুকুরে মিললো নিখোঁজ যুবকের মরদেহ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইছাকুড় পল্লীর একটি পুকুর থেকে শেখ মনির হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কালিগঞ্জ উপজেলার নারোয়ারকাটি গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে।
শনিবার বেলা ১২টার দিকে মুনছুর সরদারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের ভাই আব্দুল মজিদ জানান, গত রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মনির। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণটি নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি