দোকানিকে গরম তেলে ঝলসে দিলো ক্রেতা


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭

পাপড় ভেজে দিতে দেরি হওয়ায় বগুড়া শহরের মালগ্রামে রাবেয়া বেগম (৫০) নামের এক নারীকে গরম তেলে ঝলসে দিলেন শরিফ উদ্দিন রতন নামে এক ক্রেতা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার মালগ্রাম কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে রাবেয়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন। রতন একই মহল্লার হবিবর কসাইয়ের ছেলে।

রাবেয়ার ভাই মো. চাঁন মিয়া বলেন, স্বামী আবুল কাশেম অভাবী হওয়ায় তার কাজে সহযোগিতা করেন রাবেয়া। তার স্বামী রিকশা ও ভ্যান চালান। আর বিকেলে বাড়ির পাশে দোকান বসিয়ে ডালপুরি, সিঙ্গারাসহ বিভিন্ন ধরনের ভাজা খাবার বিক্রি করেন।

শুক্রবার সন্ধ্যায় তাদের দোকানে পাপড় কিনতে আসেন একই এলাকার হবিব কসাইয়ের ছেলে শরিফ উদ্দিন রতন। পাপড় ভেজে দিতে দেরি হওয়ায় ফুটন্ত তেলের কড়াইয়ে লাথি মারেন রতন। এতে তেলভর্তি কড়াই আমার বোনের শরীরে গিয়ে পড়ে। গরম তেলে ঝলছে যায় মুখমণ্ডলসহ প্রায় সারা শরীর।  

তিনি বলেন, বর্তমানে রাবেয়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রতনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিএসআই শাহ আলম বলেন, গরম তেলে রাবেয়ার মুখ ও শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে। তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। তবে ঘটনার পর থেকেই রতন পলাতক রয়েছে।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এমদাদ জানান, শনিবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে রতনকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।