মেয়রের গুলিতে সাংবাদিক নিহতের প্রতিবাদে শাহজাদপুরে হরতাল চলছে


প্রকাশিত: ০২:৪২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

পৌর মেয়রের গুলিতে দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার অর্ধদিবস হরতাল চলছে।

হরতালের কারণে উপজেলা সদরের সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা ও যান চলাচল বন্ধ রয়েছে। সরকারি অফিস, আদালত ও ব্যাংক বীমা খোলা থাকলেও জনসাধারণের উপস্থিতি কম রয়েছে। রিকশা, ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলও চলাচল করতে দেখা যাচ্ছে না।

hartal

সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বতঃস্ফুর্ত ও শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, হরতালের কারণে শাহজাদপুর পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ  মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

hartal

শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজল জানান, হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সতর্ক আছি।

উল্লেখ্য, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর ব্যক্তিগত শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃতু হয়। এ ঘটনার প্রতিবাদে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিক ঐক্য পরিষদ শনিবার শাহজাদপুরে অর্ধদিবস হরতাল আহ্বান করে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।