ফরিদপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি


প্রকাশিত: ০১:০১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

ফরিদপুরের পাট ব্যবসায়ী গিয়াসউদ্দিন হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুসরাত জেরীন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মিন্টু শেখ, মো. জামির আলী ও মো. এনামুল কবির ওরফে এনামুল কাজী। দণ্ডপ্রাপ্ত আসামি মিন্টু শেখ পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে অপর দুইজন উপস্থিত ছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ২০ অক্টোবর রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের ব্যবসায়ী ফরিদপুর সদর উপজেলা থেকে পাট বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বারোখাদা ব্রিজের কাছে পূর্বশত্রুতার জেরে আসামিরা গিয়াসউদ্দিনকে কুপিয়ে হত্যা করে।

ওইদিন নিহতের স্ত্রী মোসা শিউলী বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২-৩ জনের নামে হত্যা মামলা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার জাহিদ হোসেন জয় জানান, গিয়াস উদ্দিনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ আসামিকে ফাঁসির দণ্ড দেন আদালত।

এস.এম. তরুন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।