চুরির অপবাদে ছেলের পরিবর্তে বাবাকে হত্যা


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০১ এপ্রিল ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় মুরগী চুরির অপবাদ দিয়ে ছেলেকে না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম গিয়াস উদ্দিন (৩২)। সে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকার বাদশা মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে পশ্চিম সস্তাপুর এলাকায় এঘটনা ঘটে।

নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, গিয়াস উদ্দিন তার সাথে লোহা ডালাইয়ের কাজ করত। মঙ্গলবার রাতে পশ্চিম সস্তাপুর এলাকার আমির মিয়ার মুরগী চুরি হয়। সেই চুরির অপবাদ দিয়ে গিয়াস উদ্দিনের ছেলে মেহেদীকে ধরতে আসে আমিরের আত্মীয় সোহান, রনি, সজিব, বাদশা সহ ৫/৬ জন। ওই সময় মেহেদীকে না পেয়ে তার বাবা গিয়াস উদ্দিনকে বাসার সামনে থেকে সোহানের নির্মানাধীন বাড়িতে ধরে নিয়ে যায়।

সেখানে নিয়ে কাঠের লাঠি ও রড দিয়ে এলোপাথারী পেটায়। এতে গিয়াস উদ্দিন গুরুতর আহত হয়ে পড়লে সোহান ও তার লোকজন পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় গিয়াস উদ্দিনকে প্রথমে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন। বুধবার সকালে হত্যাকান্ডের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান ঘটনার সত্যতা স্বীকার করেন।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।