ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩
ফরিদপুরের নগরকান্দা থানার গজারিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা থানার গজারিয়া এলাকায় ঢাকাগামী একটি বাস ও খুলনাগামী একটি কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও কাভার্ড ভ্যান চালকসহ পাঁচজন নিহত হয়। পরে আহতদের মধ্যে আরও আটজন মারা যান।
এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থা রয়েছেন বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন ধরে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
আরএস